আমি খুব খারাপ না রে
গ্রীষ্মের পরন্ত বিকেল, সূর্যের দাবদাহে মাঠে নেমেছে শুষ্কতা, দুজনের দূরত্ব গুমোট ভাবটা আরও বাড়িয়ে তুলেছে। কয়েকজন জনের পায়ের শব্দ শোনা গেলেও তাদের শব্দের বড়ো অভাব আজ। একটা দীর্ঘশ্বাস ফেলে.....
আরশি: কিছু বলার নেই তোমার, অনেক মিথ্যে বলে এসেছি আজ.....
প্রলয়: কি???
আরশি: না যদি নতুন কিছু বলার থাকে,জানি নেই, তবু শেষ বারের মতো....
প্রলয়: না........... বিশ্বাস কর ঠকাতে চাই নি কখনো তোকে, কিন্তু.. মানে... বোঝার চেষ্টা কর..
আরশি: বুঝেছি গো... সেই যে একবার হাত ধরে মিথ্যে বলেছিলে ' তোকে ভালবাসি রে', তারপর চার বছর পেরিয়ে গেল,ঐ কথা টা শোনার অপেক্ষায়.... মনে আছে যেদিন ভ্রমরের সাথে ঝগড়া করে আমার কাছে খুব কেঁদেছিলে সেদিন ভেবেছিলাম এবার বুঝি বলবে ' তোকে.....
প্রলয়: বিয়েতে আমায় ডাকবি না?
আরশি: বলবো..... এসোনা কিন্তু...
প্রলয়: আচ্ছা, আমি খুব খারাপ না রে?
আরশি :........... তোমাদের বিয়ের দিন ভ্রমর কে বলো লাল বেনারসি পড়তে, তোমার পছন্দের রং...
প্রলয় : তোকেও ওই রং মানায় রে ...
আরশি: সত্যি করে বলবে আমাকে কি ঐ লাল রং এ একদম মানাতো না? যদি তোমার জন্য পড়তাম জড়ি লাগানো পাড়ে..... তাহলে বলতে আবার ' তোকে ভালবাসি রে'।
No comments:
Post a Comment