Thursday, May 10, 2018

বৃহন্নলা


ওরা কারা?নারীর মতো সুন্দরী, নমনীয় না, আবার পুরুষের মতো বলিষ্ঠ, সমাজের রক্ষাকর্তা না, তবুও ওরা জন্মায় কারুর ঘরে অনেক শুভকামনা ও মনোষ্কামনার পর।সবার ঘেন্নায়,মা বাবার লোকলজ্জায় একদিন ঠাঁই হয় ওদের বিশেষ জায়গায়। একদিন ওরা বুঝতে পারে, ওরা মানুষরূপী অন‍্য জীব। নাহলে ওদের সব ভাই বোন, পাড়ার বাচ্চা গুলো তো বেশ মা এর আদরে, বাবার যত্নে বড় হচ্ছে, শুধু তাই কেন বিল্টুদের কুকুর টা এমনকি মামারবাড়ীর কাকাতুয়া টাও তো বাড়ির সদস্য দের সাথেই আছে, নেই শুধু ওরা, ওদের আছে ঘরের বাইরে আলাদা খাঁচা, যেখানে সমাজের মানুষ তথা নারী ও পুরুষ যায়না। কিছুদিনের মধ্যে ওদের এটাও বোঝানো হয় পেট চালাতে হলে রাস্তায় নামতে হবে, কখনো গালিগালাজ করে কোলের ছেলে নাচিয়ে, কোথাও ট্রাফিক সিগন্যাল এ তালি বাজিয়ে ভিক্ষা চেয়ে,আর রাতে নারী শরীর না পেয়েও কামনার বস্তু হয়ে উঠতে। হ্যাঁ ওদের শেখানো হয়েছে, এমন কাজ ই বেছে নিতে যেখানে সম্মান, ভালোবাসা, পরিচিতি চাই না, বরং ভয় দেখিয়ে, হাঁসির খোরক হয়েই রোজগার করা যায়। কারণ ওরা মানুষ হয়ে উঠতে পারেনি, হয়ে উঠেছে ভিন্ন এক জীব।

No comments:

Post a Comment